খাগড়াছড়িতে সপ্তসুর সংগীত একাডেমি’র শুভ উদ্বোধন

fec-image

“শিল্পের উৎকর্ষ সাধন এবং সকলের জন্য শিল্প-সংস্কৃতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে প্রথমবারের মতো উদ্বোধন করা হলো সপ্তসুর সংগীত একাডেমি।

বৃহস্পতিবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের মহাজন পাড়ায় এ সংগীত একাডেমি’র শুভ উদ্বোধন করা হয়।

এসময় কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (অব.) জনপ্রিয় কন্ঠশিল্পী দীনময় রোয়াজা।

এসময় পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কন্ঠশিল্পী মো. আবুল কাশেম, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, গীতিকার-সুরকার ও সংগীত প্রশিক্ষক অশ্রু বড়ুয়াসহ সংগীতাঙ্গনে বিভিন্ন পর্যায়ের শিল্পীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সপ্তসুর সংগীত একাডেমি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন