খাগড়াছড়িতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকার আইন বিষয়ক গণসংলাপ অনুষ্ঠিত

 khagrachari pic

দুলাল হোসেন, খাগড়াছড়ি : 

‘স্বচ্ছতা  ও জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকার আইন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে খাগড়াছড়িতে গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা হলরুমে  তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ গণসংলাপ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক  আবু দাউদের সঞ্চালনায় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, ভাইস চেয়ারম্যান বাশরী মারমা, সরকারের প্রতিনিধি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা অমল বিকাশ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল মনসুর আহমেদ, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান।

২০০৯ সালের ১জুলাই সরকার তথ্য অধিকার আইন পাশ করায় এর সুফল জনগণের দ্বারে পৌঁছিয়ে দিতে ইউএনডিইএফ এর অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে। সংলাপে অংশগ্রহনকারী বক্তারা বলেন, তথ্য অধিকার আইন করায় একজন নাগরিক সহজেই যে কোন তথ্য পেতে পারে। আইন অনুযায়ী আবেদন ও আপীলের মাধ্যমে যে কোন তথ্য পাওয়া নিশ্চিত করে। তবে তথ্য দেওয়ার যেমন অধিকার আছে তেমনি আবার কিছু তথ্য না দেওয়ার অধিকার আছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন