মূল আসামিরা পলাতক

খাগড়াছড়িতে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ১

fec-image

খাগড়াছড়িতে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় এর সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়।

সোমবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ির সহ-অধিনায়ক (পুলিশ সুপার) কাজী মো. আবদুর রহীম, সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদ, সহকারী পুলিশ সুপার মো. মোস্তফা হারুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ির পার্বত্য জেলার সদর থানাধীন পেরাছড়া ইউনিয়নের হ্যাডম্যানপাড়া এলাকায় রনি চাকমার বসতঘরের ভিতরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ধ্যা ৬.২০মিনিটে লাল রংয়ের লেখা ৪৫০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। প্রতি কার্টুনে ১০ প্যাকেট করে সিগারেট, প্রতি কার্টুনের বাজার মূল্য (২০০০ x ৪৫০)= ৯ লাখ টাকা। এ সময় সবুজ রঙ্গের Mond Green Apple সিগারেট ২০০ কার্টুন সিগারেট, প্রতি কার্টুনে ১০ (দশ) প্যাকেট সিগারেট, প্রতি কার্টুনের বাজারমূল্য হিসেবে (২০০x ২০০০) = ৪ লাখ টাকা। সর্বমোট ১৩ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট উদ্ধারসহ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নলেজ চাকমা নামে একজনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্তে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক উক্ত ৩/৪ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন স্থান চোরাচালানের মাধ্যমে পাচার করায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-খ (খ) ধারায় ৭ এপিবিএন অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ির পুলিশ পরিদর্শক (নি.) মো. খায়রুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, খাগড়াছড়ি, নলেজ চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন