খাগড়াছড়ি সংসদীয় আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

fec-image

খাগড়াছড়িতে গতকাল বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপি প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান।

বুধবার (২৯ নভেম্বর) খাগড়াছড়ি জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামানের নিকট সর্বপ্রথম মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। দ্বিতীয় ধাপে আজ ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রথম ধাপে গতকাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে শেষ দিনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, তৃণমূল বিএনপি প্রার্থী, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও কংগ্রেস পার্টি।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা জানান, নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তবে না পাওয়ায় এবং দলীয় প্রধানের ঘোষণা মেনেই স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছি। জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যম নির্বাচন। জনগণ যাকে বেছে নিবেন তাকে জয়ী করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন