চকরিয়ায় বাটাখালী সেতু’র সুফল ভোগ করছে জনগণ

চকরিয়া প্রতিনিধি :
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক নেটওয়ার্কে অবস্থিত অসমাপ্ত সেতু সমূহ সমাপ্তকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মতবিনিময় সভা ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আইএমইডি মূল্যায়ন সেক্টরের মহাপরিচালক (ডিজি) সাফিয়া আতিয়া যাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এমএ, সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম, আইএমইডি প্রকল্পের টীম লিডার মো. জাফর উল্লাহ পিইঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফাসিয়ালালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী, চকরিয়া বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, চকরিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপসহকারী প্রকৌশলী মো. এহেছান, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, চকরিয়া হাইয়েস শ্রমিক ইউনিয়নের সম্পাদক জামাল উদ্দিন, চকরিয়া সিএনজি শ্রমিক ইউনিয়নের সম্পাদক ইসমাইল হোসেন ধলুসহ চকরিয়ার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি উপস্থিত সকলের মতামতের উপর বিশ্লেষণ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী সেতু নির্মিত হওয়ায় সর্বস্তরের মানুষের দুঃখ দুর্দশার অবসান হয়েছে। শাক-সবজি, মাছ, লবনসহ সকল প্রকার পণ্য সহজে অন্যত্র পরিবহন করতে পেরে লাভবান হচ্ছে। চকরিয়ার পশ্চিমাঞ্চলসহ মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ার সাথে এ সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, বাটাখালী সেতু’র স্থায়িত্ব চিন্তা করে সেতু’র দু’পাশে নদীর তীরবর্তী পাথরের ব্লক নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন