চার বাঙালী শ্রমিক অপহরণের প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সংবাদ সম্মেলন কাল

bangali-satro-parisod

খাগড়াছড়ি প্রতিনিধি :

সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ও ইউপিডিএফ সন্ত্রাসীরা দাবীকৃত চাঁদা না পেয়ে মাটিরাঙ্গার ব্যাঙমারায় নির্মানাধীন ব্রিজের কাজে নিয়োজিত ৪ বাঙালী শ্রমিককে অপহরণের প্রতিবাদে কাল বৃহস্প্রতিবার সংবাদ সম্মেলন ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

খাগড়াছড়ি প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

উল্লেখ যে, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের সাইট থেকে বোলড্রোজার চালকসহ চার শ্রমিককে চাঁদার দাবিতে দুর্বৃত্তরা অপহরণ করে।

প্রসঙ্গত, ইস্টার্ন ব্রিজ ইম্প্রোভমেন্ট প্রজেক্ট এর আওতায় সরকারি অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্যাঙমারা ব্রীজটি নির্মাণ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন