চৌংড়াছড়ির গৌতম বৌদ্ধ বিহারে ৩ দিনব্যাপী পাটঠান সূত্রপাঠ অনুষ্ঠান শুরু

Mahalchari news picture 15-05-2015 copy
মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে চৌংড়াছড়ির গৌতম বৌদ্ধ বিহারে ৩ দিনব্যাপী পাটঠান সূত্রপাঠ অনুষ্ঠান শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এ ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন বিহার থেকে আগত ১৮ জন ভিক্ষু পর পর সূত্রপাঠ করে আগামী ১৮ মে সোমবার সকাল ৯টায় শেষ হবে।

অনুষ্ঠান শুরুতেই শত শত দায়ক-দায়িকার উপস্থিতিতে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় পাটঠান সূত্রপাঠ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, স্থানীয় কার্বারী সুইচিংমং মারমা।

অনুষ্ঠানে দায়ক-দায়িকাদের নানাবিধ দানাদির মধ্যে ৪ শতাধিক হাতপাখা দান উল্লেখযোগ্য।

বৌদ্ধধর্মীয় বিশ্বাস মতে গ্রামের মধ্যে সকল অমঙ্গল, বিপদ-আপদ দূরীভূত হয়ে শান্তি ও সুখ-সমৃদ্ধি বিরাজ করার প্রত্যাশায় এ পাটঠান সূত্রপাঠ অনুষ্ঠান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন