টেকনাফে কার্টনভর্তি ৫৪৯৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ, আটক ১

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফ মডেল থানাধীন পান বাজারস্থ নাজির হাজীর কলোনির পলাশ ভট্টাচার্যের বসত ঘরে অভিযান পরিচালনা করে ১০ টি কাগজের বড় কার্টনভর্তি মোট ৫৪৯৪০ টি এ্যাম্পুল নেশা জাতীয় সিডাক্সিন (ডায়াজিপাম) ইনজেকশন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার(২১ ডিসেম্বর) দিনগত রাত ৮ টার দিকে অভিযান চালানো হয়।

এতে জড়িত থাকার অভিযোগে পলাশ ভট্টাচার্য (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সুলতানপুর ইউনিয়নের মৃত অনুপ ভট্টাচার্যের ছেলে।

এছাড়া উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে নয়ন দাস (৩৫) নামের অপর একজন ব্যক্তিকে পলাতক আসামি করা হয়।

নয়ন চট্টগ্রাম জেলার মিরসরাই বটতলার নিপেন্দ্রলাল দাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পরিদর্শক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পলাশ ভট্টাচার্য ও নয়ন দাস উভয়কে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডল অভিযান ও মামলা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন