টেকনাফে বসতবাড়ি থেকে শকুন উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে বসত-বাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের ডেইল পাড়া মো. আলমের বসত ঘর থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান।

তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাতে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের মো. আলমের বসত-বাড়ি থেকে ২০ কেজি ওজনের একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করা হয়। পরবর্তীতে শকুনটি রাতে বন বিভাগের অফিসে আনা হয়।

এরপর মঙ্গলবার সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে শকুনটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে শকুনটি অবমুক্ত করা হয়েছে।

শাহপরীরদ্বীপ ডেইল পাড়া মো. আলম বলেন, সোমবার সন্ধ্যার দিকে একটি শকুন উড়ে এসে বসত-বাড়ির ওঠানে পড়েন। তখন কতগুলো কাক সেটিকে নিয়ে টানাটানি করতে থাকেন। তখন আমি গিয়ে সেটি উদ্ধার করি। উদ্ধারের পর বন-বিভাগের সদস্যদের খবর দিলে তারা রাত ৯টার দিকে এসে শকুনটি নিয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, শকুন উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন