টেকনাফে মতবিনিময় সভায় প্রধান বন সংরক্ষক মো: ইউনুছ আলী

SAMSUNG CAMERA PICTURES

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মতবিনিময় সভায় বনবিভাগের প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী বলেছেন, নিজে বাঁচার জন্য বনকে রক্ষাসহ সামাজিক বনায়নের ক্ষেত্রে সিপিজির সদস্যদের অগ্রধিকার দেয়া হবে। বনবিভাগের সম্পর্কিত সকলের অংশিদারিত্ব ও সহ-ব্যবস্থাপনা কমিটি একটি সর্মথনমূলক সামাজিক আন্দোলন, এছাড়া দক্ষিণের বনবিভাগের আওতাধীন এলাকায় পুকুরে মাছ চাষ করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, বায়োগ্যাস, সোলার ও উন্নত চুলা ব্যবহার করা ও বন রক্ষা করতে গিয়ে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, ফাঁসিয়া খালী এলাকায় অগ্নিনির্বাপন সরঞ্জাম প্রদান, জঙ্গলে ধুমপান না করা, সিএমসি কমিটিকে পুরস্কার বিতরণ, সিএমসি কমিটির সম্মানী প্রদান, বন বিভাগের পাইলট প্রকল্প গ্রহণ, অফিস সংস্কার, প্যানেল বোর্ড গঠন, নেচার পার্কে শিশুপার্ক ও সিএমসি কমিটির কর্মীকে প্রশিক্ষণ গ্রহণ, হেলপ ক্যাম্প, জবর দখল প্রতিরোধ, সিএমসি কমিটিতে সাংবাদিকদের সদস্য করার আহবান জানান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় টেকনাফ নের্চারপার্কে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপ- প্রধান বন সংরক্ষক (ফরেস্ট ম্যানেজমেন্ট উইং) দেওয়ান জাফরুল হাসান, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো: আবদুল লতিফ মিয়া, ক্রেল প্রকল্পের ইউএসএআইডি ড. আজহারুল এইচ মজুমদার, ক্রেল প্রকল্পের ডিসিওপি জন এ ডর,কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার, টেকনাফ ইউএনও শাহ মোজাহিদ উদ্দীন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এইচ কে আনোয়ার, ক্রেল প্রকল্পের রেজিওন কোট্রিনেটর শফিকুর রহমান, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দে, এবিএম আবুল হোসেন রাজু, দমদমিয়ার উসমান গণি, টেকনাফের খুরশিদা আক্তার, হোয়াইক্যংয়ের হারুনুর রশিদ সিকদার, ফাঁসিয়া খালীর ফরিদ উদ্দীন, ফাঁসিয়াখালীর সিএমসি কমিটির ইমন আরা, শীলখালীর ছৈয়দ হোসেন বাদশা, কলাতলী হিমছড়ির সুলতান আহাম্মদ প্রমুখ।

বিকালে প্রধান অতিথি ও সিএমসি অফিস বিয়ারার সাথে একটি সভায় যোগ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন