টেকনাফে ১২ হাজার পিস ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

আটক

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
কক্সবাজার-টেকনাফ সড়কে ১২ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে প্রধান সড়ক হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. ইসমালের ছেলে শাহা নেওয়াজ (২০), নুরুল ইসলামের ছেলে ওসমান গণি (২৬), আবুল হাসেমের ছেলে মো. ইউছুপ (২৬), আবদুল হাবিবের ছেলে আবদুর রশিদ (৩০) ও মৃত মাস্টার গোলাম শরীফের ছেলে হেলাল উদ্দিন(২৮)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদে একদল পুলিশ কক্সবাজার-টেকনাফ সড়কের পুলিশ ফাড়ির সামনে হ্নীলাগামী একটি অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবারগুলোর অনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলে জানায় তিনি।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে তাদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন