টেকনাফ স্থল বন্দরে অক্টোবরে রাজস্ব আয় বৃদ্ধি

 

টেকনাফ প্রতিনিধি : 

টেকনাফ স্থল বন্দরে অক্টোবর মাসে ৩কোটি ৯ লক্ষ ৯৩ হাজার ৬৮৮ টাকা রাজস্ব আয় হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪-১৫ অর্থ সালের অক্টোবর মাসে ১৬৬টি বিল অব এন্ট্রির বিপরীতে এই পরিমাণ রাজস্ব আয় হয়েছে। অপরদিকে ৪৭টি বিল অব এক্সপোর্টের বিপরীতে ২কোটি ৩ লক্ষ ২১ হাজার ৮১৪ টাকার পণ্য মিয়ানমারে রপ্তানী হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১৪-২০১৫ অর্থ সালে মাসিক ৪ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

টেকনাফ বন্দরের শুল্ক কর্মকর্তা নুরে আলম জানায়, চলতি মাসে স্থল বন্দরের ব্যবসায়ীরা সুপারী, হিমায়িত মাছ ও আচারসহ আশানুরূপ পণ্য আমদানী করায় রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তিনি ব্যবসায়ীদের প্রতি আমদানীর এ গতিশীলতা ধরে রাখার আহবান জানান।

উল্লেখ্য, টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার হতে সুপারী, শুটকী মাছ, কাঠ, হিমায়িত মাছ, বাঁশ, বেত, গবাদী পশু আমদানী হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে গার্মেন্টস গেঞ্জী ও গেঞ্জীর কাপড়, এলমুনিয়াম সামগ্রী, সিমেন্ট, প্লাষ্টিক সামগ্রী, ষাঁড়ের লিঙ্গ, চুল, ফেয়ার এন্ড লাভলী রপ্তানি হয়ে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন