তিনদিনের সফরে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

cms.somewhereinblog.net

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী মাসের ১২ তারিখে তিন দিনের অবকাশ ছুটিতে বাংলাদেশের নৈসর্গিক তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার ভ্রমন করবেন। সবকিছু ঠিক থাকলে প্রথমদিন তিনি বান্দরবানের কাফ্রুপাড়ায় দেশের সবচেয়ে উচ্চতায় স্থাপিত ‘নীলগিরি’ অবকাশ কেন্দ্রে রাত কাটাবেন। এর আগে স্পিকার থাকাকালে ২০১২ সালের ২ ডিসেম্বর তিনি নীলগিরিতে শীতের রাত কাটান। পরদিন বান্দরবান সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের বলেছিলেন, ‘নীলগিরিতে অবস্থান করা বাসর রাতের চেয়েও রোমাঞ্চকর।’

সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রাঙামাটির সাজেক পাহাড়ে আসবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় তিনি পৌঁছাবেন নীলগিরিতে। পরদিন সকাল ১০টায় তিনি কক্সজারের সেন্ট মার্টিন সফর করবেন এবং বিকেল সাড়ে ৩টায় ইনানীতে সেনাবাহিনীর গেস্ট হাউসে রাত যাপন করবেন। ১৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।

এটি রাষ্ট্রপতির একান্ত অবকাশ ভ্রমন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন