তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে, আবারও বন্যার আশঙ্কা

fec-image

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর সকাল ৯টায় কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তার পানি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এদিকে আবারও তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ। বিশেষ করে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, ডাউয়াবাড়ি ও সিন্দুর্না, কালীগঞ্জের তুষভান্ডার ও কাকিনা, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ আবারও বন্যার কবলে পড়তে পারে।

এই মৌসুমে এর আগে দু’দফায় বন্যা কবলিত হয়ে পড়েছিল লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকাগুলো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আশঙ্কা, তিস্তা, পানি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন