ত্রিপুরার সাব্রুমে সুনামগঞ্জের ৫ ব্যক্তি আটক

fec-image

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আটক হল সুনামগঞ্জের ৫ ব্যক্তি। অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে সেদেশের পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- প্রদীপ সরকার, রাখাল দাশ, পবিত্র দাশ, অজয় দাশ ও মিঠু দাশ। এরা সবাই সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা বলে সেখানকার পুলিশকে জানিয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার থানা পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারের বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, রামগড়-মাটিরাঙ্গা সীমান্তের কোন এলাকা দিয়ে তারা মঙ্গলবার বিকালে সীমান্ত অতিক্রম করে সাব্রুমের বৈষ্ণবপুরে প্রবেশ করে। পরে খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেফতার করে। পুলিশকে তারা জানায়, কাজের সন্ধানে তারা ত্রিপুরায় গেছেন। গতকাল বুধবার আটককৃত ৫ বাংলাদেশিকে সাব্রুম মহকুমা আদালতে হাজির করার পর আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

এদিকে, রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আবু বকর ছিদ্দিক সাইমুম, পিএসসি, জি + বলেন, ‘বিএসএফের কাছ থেকে এখনও বাংলাদেশি নাগরিক আটকের ব্যাপারে কোন চিঠি পাওয়া যায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বিজিবি।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রিপুরা, সাব্রুম, সুনামগঞ্জ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন