দীঘিনালায় চলছে ২০ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে দীঘিনালায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত হরতালের সমর্থনে দীঘিনালার কোথাও মিছিল কিংবা পিকেটিং’র খবর পাওয়া যায়নি। আভ্যন্তরীণ সকল রুটে ছোট বড় সবধরনের
যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৬টা থেকে ২০ দলীয় জোটের এ হরতাল শুরু হয়। এর আগে, জামায়াতের ডাকে বৃহস্পতি ও রোববার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হয় সোমবার ভোর ৬টায়।

প্রসঙ্গত, শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই প্রথম হরতাল কর্মসূচি বিএনপি নেতৃত্বাধীন জোটের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন