‘দুর্নীতি বন্ধ করতে হলে আগে নিজেকে বদলাতে হবে’

fec-image

দুর্নীতি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে মন্তব্য করে বক্তারা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতির ফলে দেশের সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগন, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে। তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়ে তুলতে হলে দুর্নীতিমুক্ত পরিবার গড়ে তুলতে হবে। নিজেকে বদলানোর মাধ্যমেই দুর্নীতিগ্রস্থ সমাজকে বদলে দেয়া যাবে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে আগামী প্রজন্মকে সততার আদর্শে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য‘কে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আব্দুর রহিম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সামছুদ্দিন ভূইঁয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন। এ সময় মাটিরাঙ্গায় কর্মরত গণামধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্নীতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন