নাইক্ষ্যংছড়িতে দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Vorer Kagoj-2 (1) copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৈনিক ভোরের কাগজের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচ এম তৌহিদ কবির, এসআই মুনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মাইনুদ্দিন খালেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, সদর যুবলীগ নেতা আনসার উল্লাহ প্রমুখ।

এছাড়াও র‌্যালিতে অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ, সাংবাদিক আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম কাজল, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন টুক্কু, আবদুর রশিদ, মুফিজুর রহমান, মো. শাহিন, সানজিদা আক্তার রুনা, মাহমুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ, এম আবু শাহমা, প্রধান শিক্ষক নুরুল বাশার, এএসএম আলমগীর, মহিলা ইউপি সদস্য জুহুরা বেগম, যুবলীগ নেতা নাজমুল হাসান, আবদুর রহমান বাপ্পিসহ দৈনিক ভোরের কাগজের শুভানুধ্যায়ীরা।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দৈনিক ভোরের কাগজ একটি অন্যতম ও স্বাধীনতার স্বপক্ষের পত্রিকা। দেশের ক্রান্তিলগ্নে এ পত্রিকা স্বাধীনতার হাল ছাড়েনি। তাই বর্তমান সরকারের সাফল্য উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের হৃদয় জুড়ে থাকতে হবে। অতিথিবৃন্দ পত্রিকার সাথে জড়িত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় তারা ১৩ ও ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মিসেস মেহ্লা প্রু মার্মা কর্তৃক চাকঢালা ও সোনাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করার কথা সাংবাদিকদের জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন