নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৩ হাজার ২৫০ ফুট কাঠ জব্দ

 

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে বুধবার বিকাল ৪ টায় ১৩ হাজার ২৫০ ফুট অবৈধ কাঠ আটক করেছে। বিজিবি সূত্র জানা যায়, নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধীনস্থ ফুলতলী বিওপি’র টহল দল গোপন সংবাদে খবর পেয়ে নায়েক সুবেদার মো : আলমগীর হোসনের নেতৃত্বে বুধবার বিকাল ৪ টায় অভিযান চালিয়ে ফুলতলী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ২৫০ ফুট বিভিন্ন জাতের অবৈধ কাঠ করতে সক্ষম হয়। এসব অবৈধ কাঠের বাজার মূল্য ২২ লক্ষ ৪০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল মো : সফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারী এবং চোরাচালানী প্রতিরোধে ৩১ বর্ডার গার্ড সর্বদা সচেষ্ট । নিয়মিত টহলে এই কাঠ আটক করা হয় । এসব অবৈধ কাঠ এর জন্য বনজ দ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন