নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষংছড়িতে রোহিঙ্গা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। হালনাগাদ ছবিযুক্ত হালনাগাত ভোটার তালিকা কার্যক্রমকে সামনে রেখে শুক্রবার হতে পরিচালিত বিশেষ অভিযানে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  
    
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ রোহিঙ্গা বিরোধী অভিযান চলছে। এ অভিযান ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

গত ৫জুন থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় শুরু হওয়া হালানাগাদ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার জন্য অবৈধ রোহিঙ্গারা তৎপর হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন পাড়া ও বাগানে কর্মরত অন্তত ১২শ রোহিঙ্গা নাগরিক কৌশলে ভোটার হওয়ার জন্য অপেক্ষায় আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন