নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

NC BGB- 22-08-2016 copy

বাইশারী প্রতিনিধি:

বাংলাদেশ বর্ডার গার্ড নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ানে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ব্যাটালিয়ান জোন সদরে বিশালাকৃতির কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল তানভীরুল আলম খান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সেক্টর কমান্ডার উপস্থিত অতিথি ও সৈনিকদের উদ্দেশ্যে বলেন, নাইক্ষ্যংছড়ি মনোরম ও শান্তপূর্ণ একটি উপজেলা। বিগত সময়ে কর্মজীবনে এ উপজেলার স্মৃতি স্মরণ করার মত।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১৭ বিজিবি অধিনায়ক এমরান উল্লাহ সরদার, ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো. মনজুর সিদ্দীকি, ৩১ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাহিন আক্তার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, রেঞ্জ কর্মকর্তা এএসএম হারুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম, বিজিবি স্কুল প্রধাণ শিক্ষক নুরুল বাশার, শিক্ষক জয়নাল আবেদীন, ফমর ফারুক, আবদুস সাত্তার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, ব্যবসায়ী জোবাইরুল হক প্রমুখ। দুপুরে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই প্রীতিভোজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন