নিজেদের জমি রক্ষায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

fec-image

নিজেদের জমি রক্ষা করতে রাঙামাটির বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার একদল ভুক্তভোগী এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষে অভিযোগ পত্র পাঠ করেন, মো. মনিরুজ্জামান।

সংবাদ সম্মেলন বক্তারা জানান- আব্দুর রহমান নামের এক ব্যক্তি তার প্রভাব প্রয়োগ করে উপজেলার কলাবুনিয়া এলাকার সাধারণ মানুষের ৩০০একর জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে উক্ত এলাকার পাশ্ববর্তী বামল্যান্ড নামক এলাকার ৪০ পরিবারের ২৮একর জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে উক্ত ব্যক্তি।

তার এমন কর্মকাণ্ডে ওই উপজেলার আইমাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন ফরাজী, কথিত আওয়ামী লীগ নেতা আবু সালেহ মেম্বার এবং স্থানীয় ভিডিপি প্লাটুন কমান্ডার মো. সালাম নামের ব্যক্তিরা সহযোগিতা করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

নিজেদের জমি প্রভাবশালী এই ব্যক্তির হাত থেকে বাঁচাতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, জাহানার বেগম, সুন্দর সেন চাকমা, মো. মণির এবং আইমাছড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদ শেখ। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগীরা প্রেসক্লাব এলাকায় মানববন্ধন করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, প্রেসক্লাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন