পাহাড়ি সড়কের বেহাল দশা

Rangamati Pic-15-07-14

স্টাফ রিপোর্টার, রাঙামাটি: 
রাঙামাটি জেলার পাহাড়ি সড়কগুলোর বেহাল অবস্থায় পরিণত হয়েছে। জেলার কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ধ্বস সৃষ্টি হয়েছে। অনেক সড়কে আস্তর উঠেগিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে। দূর থেকে অবস্থা বোঝা না গেলেও কাছে আসলে চোখে পড়ে এসব সড়কে বেহাল অবস্থা।

এসব ঝুঁকিপূর্ণ রাস্তার সড়কের দিয়ে প্রতিদিন শতশত ভারী যান চলাচল করছে। যে কোন মুহুর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন স্থানে এলাকাবাসী নিজ উদ্যোগে ঝুকিপূর্ণ সড়কের পাশে সতর্কতা সংকেত লাল কাপড় তুলে দিয়েছে।

অভিযোগ উঠেছে, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বরইছড়িতে নুরুলহুদা কাদেরী স্কুলের সামনের মোড়ে কয়েক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও উপজেলার চিৎমরম, ব্যাংছড়ি, শীলছড়িসহ বিভিন্ন স্থানে সড়কে পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। এসব স্থানে কোন সতর্কতা সংকেত দেওয়া হয়নি। এছাড়া প্রতিবছর বর্ষা মৌসূমে বৃষ্টি পানিতে পাহাড়ের মাটি ভেঙ্গে গিয়ে রাস্তায় এসে জমা হয়।

এছাড়া উপজেলার হাজির টেক, শীলছড়ি বাজার, চিৎমরম, ব্যাংছড়ি, জাতীয় উদ্যোনসহ সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের মাটি জমার কারণে সড়কে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃস্টি হয়। এসব পাহাড়ী সড়কগুলো সম্প্রসারণের দাবী জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

রাঙামাটির কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা বলেন, ভাঙ্গন ছাড়াও পাহাড় ধসের কারণেও কাপ্তাই মহাসড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই বিভিন্নস্থানে পাহাড়ের ধ্বস নামে। সড়কের উপর এক হাঁটু কাদা মাটি জমে যায়। এসব সড়ক মেরামতের ও সম্প্রদারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন