“পাহাড়ের শান্তির জন্যই শান্তি চুক্তি”: পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদূর উশৈ সিং এমপি বলেছেন, ‘পাহাড়ের শান্তির জন্যই শান্তি চুক্তি’। শান্তি থাকলে উন্নয়ন ত্বরানিত হবে। সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য ১০হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে মাইনী মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সমতলের উন্নয়নের ধারার সাথে পাহাড়কে সম্পৃক্ত করতে হবে। সম্প্রতি ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত হলে পার্বত্য চট্টগ্রাম সমৃদ্ধশালী হবে। পার্বত্যঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে সরকারের কাছে উন্নয়ন বরাদ্ধ কোন বিষয় নয়। কারণ শেখ হাসিনা পাহাড়ের উন্নয়নে অনেক বেশি আন্তরিক। পাহাড় নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়ন করছেন।

অ্যাডভেঞ্চারে অংশ নেওয়া অ্যাডভেঞ্চারদের উদ্দেশ্যে মন্ত্রী জানান, তোমরা পার্বত্য চট্টগ্রামকে সারা বিশ্বের কাছে তুলে ধরবে। কারণ তরুণরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য মন্ত্রাণালয় সচিব মেজবাউল ইসলাম চৌধুরী, ভারতীয় জাতীয় অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাম সিং বর্মা, বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার এর উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) এটিএম জহিরুল আলম, রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান।

এছাড়াও অ্যাডভেঞ্চার সাথে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ, ফ্রান্স, ভারত, এবং নেপালের সর্বমোট ৮১জন বিভিন্ন ক্যাটাগরীর অ্যাডভেঞ্চারার উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরবর্তী অ্যাডভেঞ্চারে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। একইদিন সন্ধ্যায় কাপ্তাই হ্রদে আতশবাজি উৎসব করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য, পাহাড়, বঙ্গবন্ধু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন