পেকুয়ায় ৩ সহস্রাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার শিলখালীর তারাবনিয়াপাড়া এলাকায় দিন দুপুরে দুটি পেঁপে বাগানের ৩ সহস্রাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, শিলখালী ইউনিয়নের শেষ সীমান্তে পাহাড়চান্দা আফালিয়াকাটা এলাকার স্থানীয় শাহ আলম, রশিদ বাহিনীর নেতৃত্বে ২০/২৫ জনের দুবৃর্ত্তের দল দিন দুপুরে ফলে ভরপুর পেঁপে গাছগুলি সম্পূর্ণ কেটে ফেলে।

পেঁপে বাগানের মালিক জামাল হোসেন ও তার অংশীদাররা জানান, ২০১৪ সাল ও ২০১৫ সালের দিকে দুটি পেঁপে বাগান সৃজিত করা হয়। গত ২৫ আগস্ট বেলা ৩ টার দিকে ওই দুবৃর্ত্তরা অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে গোলাবারুদ ফুটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। তারা কিরিচ ও দা দিয়ে এলোপাতাড়িভাবে সম্পূর্ণ বাগানের গাছ কেটে সাবাড় করে ফেলে।

এদিকে বাগানের মালিক আরো জানান, বাগান দুটিতে দীর্ঘ দুই বছর যাবৎ পরিচর্যা করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আসছিল। যার কারণে মালিকের প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

তথ্য সূত্রে জানা যায়, দুবৃর্ত্তরা পেঁপে বাগান কেটে ফেলার আগে ও পরে প্রায় ৩০ টন পেঁপে বাগান থেকে ছিড়ে নিয়ে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হারবাং এর আইসি আয়ুব খান পেঁপে বহনকারী গাড়ী, মালামাল ও লোকসহ জব্দ করে।

এ ব্যাপারে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়। বর্তমানে দুবৃর্ত্তরা বাগানের মালিক ও কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এমনকি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আয়ুব আলী খান ঘটনার সত্যতা সম্পর্কে সাংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন