পে-স্কেলে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে বাশিস ও জমিয়াতুল মোদর্রেছীনের অভিনন্দন

মাটিরাঙ্গা সংবাদদাতা :
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো: আশরাফ উদ্দিন খোন্দকার ও সাধারন সম্পাদক মো: কামাল হোসেন এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাটিাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ও আন্তরিকতায় দেশের বেসরকারী ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অতীতের মতো জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত হয়েছে। এ বিজয় শিক্ষক সমাজের ও বর্তমান সরকারের।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজ মনে করে পে-স্কেলে অন্তভৃুক্তির মাধ্যমে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য কিছুটা হলেও দূর হবে এবং শিক্ষার মান উন্নয়ন ত্বরান্বি^ত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন