বাংলাদেশের কাছে হারের পর যা বললেন রশিদ খান

fec-image

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে শুক্রবার নাটকীয়ভাবে জয় পেয়েছে টাইগাররা। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন হারে হতাশ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

ম্যাচ শেষে রশিদ বলেন, ‘মাঠ ভেজা থাকায় আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। তাতে আমাদের শক্তি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তারপরও আমরা ভালো বোলিং করেছি। বল হাতে যতটুকু করা যায়, তার সবটা আমরা আদায় করেছি।

আফগান অধিনায়ক আরো বলেন, ‘আমাদের আরো ২০ থেকে ২৫ রান বেশি হলে ভালো হতো। প্রথম সারির ব্যাটসম্যানরা একটু সাবধান হলে সেটি সম্ভব ছিল। এক পর্যায়ে মনে হয়েছিল এই রান যথেষ্ট। তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে।

নবি দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে গেছে এবং খেলাটিকে জমিয়ে তুলেছে। তার হাফ সেঞ্চুরি অসাধারণ ছিল। এভাবেই সবাইকে দায়িত্ব নিতে হবে।’
দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৬ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, বাংলাদেশ, রশিদ খান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন