বাঘাইছড়িতে দুই উপজাতীয় সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

নিহত

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বুলুবুনিয়া সরাইয়ে জন সংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ) এর মাঝে ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে প্রায় পৌনে দু’ঘণ্টা এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 তবে এ ঘটনায় নিহতের নাম কমল চাকমা (২৮) বলে খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকায় পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়া (ইউপিডিএফ ও জেএসএস) পরস্পরবিরোধী দুটি সশস্ত্র গ্রুপের সদস্যরা মুখোমুখি হলে উভয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। থেমে থেমে চলা প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ঘটনা স্থলেই কমল চাকমা নামে একজন গুলিতে নিহত হয় বলে জানা যায়। তবে নিহত ব্যক্তি ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)কর্মী বলে জানায়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এসএম আজিজুল হক ঘটনাটি সঠিক বলে জানালেও নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তবে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বাঘাইহাট ৪ইষ্ট বেঙ্গলের আওতাধীন করেঙ্গাতলী সেনা ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার রহমত আলীর নেতৃত্বে একটি সেনা টহল ঘটনাস্থলে যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন