অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন

বান্দরবানে অপহৃত সার্জেন্টের মুক্তির দাবিতে পিসিএনপি’র মানববন্ধন

fec-image

বান্দরবানের রুমা উপজেলায় সীমান্ত সড়কের নির্মাণে নিয়োজিত (২৬ ইসিবি)’র অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএ কর্তৃক অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা, বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী, ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন সোহান, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অপহরণ, গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছে। এখানে পাহাড়ি-বাঙালি কেউ ভালো নেই কাজেই এই অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা খুবই জরুরি হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে অপহরণকৃত সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অন্যথায় পিসিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহৃত, দাবি, পিসিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন