বান্দরবানে ছাত্রলীগের মামলায় সাত নেতাকর্মী জেলহাজতে

জেল

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় অভিযুক্ত সাত ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্তরা জামিনের আবেদন বর্ধিত না করে সাত নেতার জামির নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরা হলেন- ছাত্রলীগ নেতা আহসানুল আলম রুমু, জাকির হোসেন, মো. আরিফ, সাইফুল ইসলাম, যুবলীগ নতা বাপ্পি মল্লিক, সোহরাব হোসেন কুট্টি ও সেচ্ছাসেবক লীগ নেতা মো. ইব্রাহিম।

একই মামলার অপর ৮ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি গঠন নিয়ে একটি অংশ হামলা করে। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হন। এঘটনায় ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ বাদী হয়ে ১৫ জনকে অভিযুক্ত করে বিশেষ আইনে সদর থানায় মামলা দায়েরে করে। গত ১৮ জুন ১৫ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন লাভ করে।

এর মধ্যে পুলিশ তদন্ত করে ৮জনকে অভিযুক্ত ও ৮জনকে অব্যাহতি দিয়ে মামলার চার্জসীট আদালতে জমা দেয়। আদালত উভয় পক্ষের কৌশুলীদের বক্তব্য শুনে সাতজনকে জেল হাজতে প্রেরণ ও ৮জনকে মামলা থেকে অব্যাহতি দেয়।

ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনগুলোর মধ্যে অন্ত:কোন্দল দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন