বান্দরবানে ডিসি বাংলো থেকে চোরচক্রের এক সদস্য আটক

fec-image

গত কয়েক মাস ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাসা বাড়িতে চুরির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে বান্দরবানবাসী ।

রবিবার (২৩ জুলাই) সকালে বান্দরবানে ডিসি বাংলো থেকে পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে ।

সূত্রে জানা যায়, গত কোরবানের আগের দিন থেকে বান্দরবান শহরে বিভিন্ন এলাকায় তালা ভেঙে দোকানের মালামাল ও বাসাবাড়ি চুরি করা শুরু হয় ।

এ বিষয়ে ভুক্তভোগীরা অনেকবার থানায় অভিযোগ করলেও চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়নি ।

ফলে স্থানীয় এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে যার যার এলাকায় চোরদেরকে ধরার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে ফেসবুকে স্টার্ট দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে ।

উল্লেখ্য, গত শনিবার (২২ জুলাই) জেলা প্রশাসক এর বাস ভবন থেকে বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের ব্যবহৃত ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা । রবিবার সকালে আবারও সেখানে চুরি করার জন্য গেলে চোরচক্রের এক সদস্যকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ্যস্ত করা হয় ।

স্থানীয় লোকজন জানান, বান্দরবানে দীর্ঘদীন ধরে দোকান থেকে শুরু করে নানান অফিসে মূল্যবানের জিনিস পত্রগুলো চুরি করে আসছিল এই চোর চক্রের সদস্যরা । বর্তমানে প্রশাসনের সহযোগিতায় চোর সদস্য চক্রের একজনকে আটক করা গেলেও বাকিরা পলাতক।

এ বিষয়ে পুলিশ প্রশাসন সাংবাদিকদের অবগত করেন, বাকি সদস্যদের খুব দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনা হবে । এজন্য সকল সচেতন মহলকে একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চোর, ডিসি বাংলো, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন