বান্দরবানে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত

 

মো: কামরান ফারুক, বান্দরবান :

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নাজমুল হাসান বাবলু (২৯) নামের বান্দরবানের এক ছাত্রলীগ নেতা। বুধবার রাত ৮টার দিকে বান্দরবান বাজার সংলগ্ন চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহর ছাত্রলীগের সহ সভাপতি।

বাবলুর বাবা বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ি আবদুল কাদের সওদাগর জানান, বিগত কিছুদিন ধরে তার ছেলেকে অপরিচিত মোবাইল নাম্বার থেকে হুমকি ধমকি দিয়ে আসছিল। কিন্তু এ হামলার নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বাবলুকে দুর্বৃত্তরা একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান,  কে কারা তার ওপর হামলা করেছে এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত স্বাপেক্ষে ঘটনাটি বের করার তৎপরতা চলছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী এন্টি করা হয়েছে।

কিন্তু ঘটনার শিকার বাবলু পুলিশকে জানান, মটর সাইকেল ড্রাইভ করার সময় অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে কারণে সে আহত হয়েছে । বাবলুর সহকর্মী সাইফুদ্দীন হারুন ও বন্ধুমহলের ধারণা, নারী সম্পর্কিত ঘটনা নিয়ে তার উপর হামলা হতে পারে।

বান্দরবানে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত
মো: কামরান ফারুক, বান্দরবান
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নাজমুল হাসান বাবলু (২৯) নামের বান্দরবানের এক ছাত্রলীগ নেতা।
বুধবার রাত ৮টার দিকে বান্দরবান বাজার সংলগ্ন চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহর ছাত্রলীগের সহ সভাপতি।
বাবলুর বাবা বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ি আবদুল কাদের সওদাগর জানান, বিগত কিছুদিন ধরে তার ছেলেকে অপরিচিত মোবাইল নাম্বার থেকে হুমকি ধমকি দিয়ে আসছিল। কিন্তু এ হামলার নির্দিষ্ট কোন কারন জানা যায়নি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বাবলুকে দুর্বৃত্তরা একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান,  কে কারা তার ওপর হামলা করেছে এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত স্বাপেক্ষে ঘটনাটি বের করার তৎপরতা চলছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী এন্টি করা হয়েছে।
কিন্তু ঘটনার শিকার বাবলু পুলিশকে জানান, মটর সাইকেল ড্রাইভ করার সময় অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে কারনে সে আহত হয়েছে ।
বাবলুর সহকর্মী সাইফুদ্দীন হারুন ও বন্ধুমহলের ধারণা, নারী সম্পর্কিত ঘটনা নিয়ে তার উপর হামলা হতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন