বান্দরবানে নৌকার মান রাখলেন বীর বাহাদুর

Bandarban pic-1 5.1.2014

স্টাফ রিপোর্টার :

বান্দরবান ৩০০ নং আসনে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ৫ম বারের মত বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা নির্বাচনে ভারডুবি হয়েছে। বীর বাহাদুর ৬২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাত উপজেলায় প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে নৌকা প্রতীকে ২৯ হাজার ৪৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা টেবিল ঘড়ি মার্কায় ৩৩ হাজার ৯৯ ভোট পেয়েছেন। প্রসন্ন শুধুমাত্র রুমা উপজেলায় বীর বাহাদুরের থেকে বেশি ভোট পেয়েছেন।

সদর উপজেলার একটি পৌরসভাসহ ৩৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা পেয়েছেন ১৫ হাজার ৪০৩ ভোট, টেবিল ঘড়ি ৯ হাজার ১৮০ ভোট পেয়েছেন।

লামা উপজেলায় একটি পৌরসভাসহ ৩৬টি (সবকটি) কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা বীর বাহাদুর ১৭ হাজার ২০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা টেবিল ঘড়ি ৬ হাজার ৬৬৩ ভোট পেয়েছেন। লামা উপজেলায় বীর বাহাদুর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১০ হাজার ৫৩৯ ভোট বেশি পেয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ২৪টি (সবকটি) কেন্দ্রের ফলাফলে বীর বাহাদুর ১০ হাজার ১৯৯টি ভোট পেয়েছেন। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ৩ হাজার ২৩২টি ভোট পেয়েছেন। বীর বাহাদুর ৬ হাজার ৯৭৬ ভোট বেশি পেয়েছেন।

আলীকদম উপজেলা ১৫টি (সবকটি)  ভোট কেন্দ্রে ফলাফলে নৌকা ৬ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন। টেবিল ঘড়ি ৩ হাজার ৩৬৭ ভোট পেয়েছন। বীর বাহাদুর ৩ হাজার ২৭০ ভোট বেীি পেয়েছেন।  
 
রোয়াংছড়ি উপজেলা ২০ টি কেন্দ্রে, (সবকটি)  ভোট কেন্দ্রে ফলাফলে নৌকা ৬ হাজার ৩২০ ভোট পেয়েছেন। টেবিল ঘড়ি ৪ হাজার ২৫৬ ভোট পেছেন। বীর বাহাদুর ২ হাজার ৬৪ ভোট বেশি পেয়েছেন।   

রুমা উপজেলা ১৮টি কেন্দ্রে টেবিল ঘড়ি ৩ হাজার ৫৩১ ভোট পেয়েছন। নৌকা ৩ হাজার ৪০৬ ভোট  পেয়ে বীর বাহাদুর থেকে ১২৫ ভোট বেশি পেয়েছেন।

থানছি উপজেলা ১৩টি কেন্দ্রে, (সবকটি)  ভোট কেন্দ্রে ফলাফলে নৌকা ৩ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন। টেবিল ঘড়ি ৩ হাজার ৭০ ভোট পেয়েছন। বীর বাহাদুর ৩৬০ ভোট বেশি পেয়েছেন।

 
উল্লেখ্য বান্দরবানে সাত উপজেলায় ১৬৩টি কেন্দ,্র ২ লাখ ১৬ হাজার ৭৯০ জন ভোটার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দশম সংসদ, নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন