বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কর্মশলা

Bandarban komosala pic-14.7

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা করা হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান ও জাতীয় পুষ্টি সেবার আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সম্মেলন কক্ষে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়।

সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমার সভাপতিত্বে কর্মশালায় সহকারী সিভিল সার্জন ডাঃ অং শৈ প্রু, জেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডাঃ অ চিং থোয়াইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, আগামী শনিবার বান্দরবানে ৫৮হাজার পাঁচশত চল্লিশজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬-১১ মাস বয়সী ৬৭২৫জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫১৮১৫জন শিশুকে ১টি করে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন