বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বেশ কয়েকজন ।

মঙ্গলবার (১১ জুলাই ) রাত সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে কলেজ গেইট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

দমকলকর্মী ও স্থানীয়রা জানান, আব্দুর শুক্কুরের দোকান থেকে আকস্মিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থলে পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিস দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে পরদিন (১২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন ও নায়েক সুবেদার বিল্লাল হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সকালে ঘটনাস্থলে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করছেে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, দোকান, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন