বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২০৩ রাউন্ড গুলিসহ ৪ উপজাতি সন্ত্রাসী আটক

Bandarban arms recobsri pic-27.1

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ২০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শহরের তালুকদার পাড়ার নিরুক ম্রো (৩৫) সদর উপজেলার রামরি পাড়ার মেনন ওয়াই ম্রো (৩০),পাওসিং ম্রো (৩৫) এবং টাইগার পাড়ার টেক্সি চালক প্রিয় বাবু তঞ্চংঙ্গ্যা।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শহরের হিলসাইট রির্সোট মিলন ছড়ি সামনে মেজর তৌহিদুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে বান্দরবান থ-১১ নং টেক্সি তল্লাসী চালিয়ে আগ্নেয় অস্ত্রের ২০৩ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করে।

উদ্ধারকৃত গুলিগুলোর মধ্যে রয়েছে এম ১৬ রাইফেলের ১৯০ রাউন্ড, পয়েন্ট টু টু বোরের ১০ রাউন্ড ও থ্রি নট থ্রি রাইফেলের ৩ রাউন্ড গুলি। আটককৃতদের সেনাবাহিনীর সদর জোনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ৪ জনের মধ্যে নিরুত ম্রোকে সন্দেহ করছে সংশ্লিষ্টরা।

মেজর তৌহিদুল ইসলাম সাংবদিকদের জানান, টেক্সিযোগে রুমার কক্ষংছড়ি যাওয়ার পথে মিলনছড়ি এলাকায় তাদেরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে এমএনপি সন্ত্রাসীদের জন্য গুলিগুলো নেয়া হচ্ছিল। তাদেরকে বান্দরবান সদর থানায় সোর্পদ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন