বান্দরবানে রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা নাগরিকের চক্রান্তে বীর বিক্রম ইউক্যাচিং এর নাম ব্যবহার করে নিরীহ এক পরিবারের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা ও প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নিরীহ ঐ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পিটিশন রাইটার কাজী নাছিরুল আলম। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মৃত আছহাব মিয়ার কন্যা নুরুন্নিছা, আমেনা ও পুত্র রবিউল হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে নিরীহ পরিবারের দাবী, বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড লাঙ্গী পাড়ায় বসবাসরত রোহিঙ্গা নাগরিক মমতাজ বেগম, আনোয়ারা বেগম ও গোলতাজ বেগম ইউক্যাচিং বীর বিক্রমকে ফুসলিয়ে তার পরিবারের সদস্যদের হাত করে মৃত আছহাব মিয়ার পরিবারকে ভিটেমাটি ছাড়া করার ষড়যন্ত্রে নামে। মৃত আছহাব মিয়ার স্ত্রী মমতাজ বেগম এর নামে বীর মুক্তিযোদ্ধা ইউক্যাচিং বীর বিক্রমের স্ত্রী থুইসানু মারমার নামীয় ৫৮ নং হোল্ডিং এর ১২ শতক জমি রেকড ভুক্ত আছে। ক্রয় সুত্রে মমতাজ বেগম এই জমির মালিক।

অপরদিকে তার পরিবারের অন্য সদস্যদের নামে নোটারী হলফ নামা মুলে ৩৯ শতাংশ জমি বিক্রি করেছেন ইউক্যাচিং বীর বিক্রমের পরিবারের সদস্যরা। নিরীহ এই পরিবারটিকে জড়িয়ে গত ২৬ জুন ২০১৪ ইং তারিখ “বীর বিক্রম ইউক্যাচিং ভিটা থেকে উচ্ছেদ আতংকে” শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদের জের ধরে রোহিঙ্গা নাগরিকের প্ররোচনায় বীর বিক্রমের সাজানো একটি মিথ্যা মামলায় মৃত আছহাব মিয়ার ছেলে আব্দুল মাবুদ ও রবিউল হোসেনকে আটক করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন। ২দিন পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে।

মৃত আছহাব মিয়ার পরিবার আরো দাবী করেন, রোহিঙ্গা নাগরিক মমতাজ বেগম এর নামে জেলা প্রশাসক কার্যালয়ে জমি রেকর্ড ভুক্ত করে বান্দরবান জেলার নাগরিকত্ব লাভ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা বীর বিক্রমকে হাত করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভুক্তভুগিরা রোহিঙ্গা নাগরিক মমতাজসহ তার সঙ্গীয় রোহিঙ্গাদের দৃষ্টান্ত মুলক শাস্তিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন