বান্দরবানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১ জেএসএস সন্ত্রাসী নিহত: আহত ২ শিশু

ািু্বক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:

বান্দরবান জেলার লামা উপজেলায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এক জেএসএস(মূল) সন্ত্রাসী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে জেএসএস সন্ত্রাসীদের এলোপাথারি ছোড়া গুলিতে দুই ম্রো শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বন্দুকযুদ্ধের পর সেনাবাহিনী তল্লাশী চালিয়ে দুইটি ম্যাগজিন, বিপুল পরিমাণ গুলি, সামরিক পোশাক ও সন্ত্রাসীদের ব্যবহার্য নানা সরঞ্জাম উদ্ধার করেছে। সোমবার বিকার চারটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা সংঘটিত হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, লামা থানার অন্তর্গত রূপসীপাড়া আর্মি ক্যাম্প থেকে আনুমানিক ৮ কি.মি. দুরে অবস্থিত নাইক্ষ্যংমুখ পাড়ায় সপ্তাহ খানেক আগে জেএসএস(মূল) দলের সাধন চাকমা ওরফে ওমাং গ্রুপের সন্ত্রাসীরা চাঁদা দাবী করে। সোমবার তাদের চাঁদা নেয়ার নির্ধারিত দিন ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার ঘটনাস্থলের আশেপাশে গোপনে অবস্থান নেয়। এদিকে বিকাল চারটার দিকে জেএসএস সন্ত্রাসীদের ১৫ জনের একটি দল এসএমজি, এলএমজির মতো ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে চাঁদা আদায় করতে নাইক্ষ্যংমুখ পাড়ায় আগমন করে। এসময় তারা কাছের সেনাবাহিনী অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। সেনাবাহিনীও পাল্টা জবাবে গুলিবর্ষণ শুরু করলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এসময় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষ আনুমানিক ৩০০ রাউন্ড গুলি বিনিময় করে।

াুিা্

সেনাবাহিনীর গুলিতে পুর্ণ রতন চাকমা(২৮) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। সে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার হিরারচর গ্রামের রঙ্গু চাকমার পুত্র।

বন্দুকযুদ্ধে পালানোর সময় সন্ত্রাসীদের এলোপাথারি ছোঁড়া গুলিতে সাংপেন ম্রো(১০), পিতা- পলক মেম্বার, রূপসী পাড়া ও দুইনম ম্রো(৭), পিতা- সিংগ্রই, রূপসীপাড়া- নামের দুই শিশু গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে সাংপেন ম্রো পেটে ও দুইনম ম্রো পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের দুজনকেই লামা উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে সাংপ্রেন ম্রোর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এদিকে গুলি বিনিময়ের পর সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহত পুর্ণ রতন চাকমার মৃতদেহ উদ্ধার করেছে। এসময় মৃতদেহের কাছ থেকে দুইটি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি, ১ টি সামরিক ইউনিফর্ম, চার্জারসহ ৩ টি মোবাইল ফোন, ১ টি পাউচ, ১০১২০ টাকা, ১ টি হাতঘড়ি, ১৫০ গ্রাম গাঁজা, ১ টি আইডি কার্ড উদ্ধার করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্বত্যনিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন