বাহারছড়ায় রোহিঙ্গা নারীর হামলায় এক কৃষক হাসপাতালে

bbbbbbbb copy
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় জায়গা-জমির রিরোধ নিয়ে রোহিঙ্গা নারী হামলা চালিয়ে এক কৃষককে গুরুতর আহত করেছে। বর্তমানে আহত কৃষক কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়ার হলবনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহারছড়ার হলবনিয়া পাড়ার ছৈয়দ হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) সাথে রোহিঙ্গা নাগরিক মৃত. ছৈয়দ আহমদের মেয়ে হামিদার সাথে জায়গা-জমির বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে কামালের উপর কৌশলে হামলা চালায় ওই রোহিঙ্গা নারী। ঘটনাস্থলে কামালকে হাতে-পায়ে ধারালো অস্ত্র-সস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।

এর আগেও উক্ত ভয়ঙ্কর রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আহত কামালসহ একাধিক ভুক্তভোগীরা বাহারছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিল। আহত কামাল ওই রোহিঙ্গা মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কামালের পিতা ছৈয়দ হোসেন।

ঘটনা নিয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত কৃষককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন