মহেশখালীতে বিয়ের দিনে ছোট ভাইয়ের স্বর্ণ নিয়ে লাপাত্তা বড় ভাই

FB_IMG_1469974408567 copy

মহেশখালী প্রতিনিধি:

ছোট ভাইয়ের বিয়ের দিনে স্বর্ণ নিয়ে উধাও হয়েছেন বড় ভাই । উদ্ধার করতে  থানায় হাজির হলেন বর আব্দুসালান। আর কনে বধু সেঝে বসে আছে কনের পিত্রালয়ে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১টায়   কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামে । স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বরের পরিবার সুত্রে জানাযায়, বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামের আবু ছিদ্দিকের পুত্র মালেশিয়া প্রবাসী আব্দু ছালামের সাথে একই উপজেলার হোয়ানক বড়ছড়া এলাকার আজিজুর রহমানের কন্যা জিয়াসমিন আক্তার মুন্নীর সাথে রোববার বিয়ের দিন ধার্য হয়।

রোববার বরের ও কনের বাড়িতে মেহেদী অনুষ্ঠিানের আয়োজন হয়। রোববার দুপুরে বরযাত্রার জন্য এলাকার লোকজন যখন গাড়ীতে করে কনের বাড়ির উদ্দোশ্য রওনা হয় টিক সে মহুর্তে বর আব্দুল চালামের বড় ভাই ফরিদুল আলম বোনের হাতে থাকা স্বর্ণালংকার ব্যাগ নিয়ে পাশ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। ব্যাগে ১০ ভরি স্বর্ণ ২ লাখ টাকার চেক, ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। জানা গেছে, বড় ভাই এ বিয়েতে অভিমান করছিল ফলে  বোন মিলে বড় ভাইকে বিয়েতে কেনাকাটা করার সময় রাজি করে। বিয়ের দিনক্ষণ টিক করে রাখে।

ঘটনার পর বর আব্দুছালাম বরযাত্রানিয়ে মহেশখালী থানায় হাজির হয় স্বর্ণ উদ্ধারের সহায়তার জন্য । এ রিপোর্ট লেখা পর্যন্ত মহেশখালী থানায় রিখিতকোন অভিযোদ দায়ের হয়নি। ৫ লাখ টাকার কাবিন ও ৪০ হাজার টাকার কাপড় দিয়ে বিয়ের পিড়িতে বসতে ছিল এসএস সি পাশ করা মেধাবী ছাত্রী জিয়াসমিন আকতার মুন্নী।

মহেশখালী থানায় উপস্থিত হয়ে দেওয়া সাক্ষাতকারে মনে হয়েছে বড় ভাই অভিমানের প্রতিশোধ নিতে এমন ঘটনার সৃষ্টি করেছে। অপরদিকে ১০ ভরি স্বর্ণের মধ্যে হাওলাত নেওয়া স্বর্ণ ছিল। যা ঘটানোর পিছনে যে কোন অপর একভাই ও কোনের সংশ্লিণ্টতা থাকতে পারে। বরের মা নুর জাহান ও বোন মোতাহেরা বেগম দাবি করেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময়  বড় ভাই ফরিদুল আলম অস্ত্র টেকিয়ে স্বর্ণলংকার ব্যাগটি নিয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন