মনাটেক মনানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

Mahalchari Katna chibor dana news 02-11-2014.doc
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার মনাটেক মনানন্দ বৌদ্ধ বিহারে আত্মাহিত, পরাহিত ও সর্বহিত মঙ্গলার্থে সময়ের পরিক্রমায় ২ নভেম্বর রবিবার শত শত ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের অংশ গ্রহনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দিন ব্যাপী কঠিন চিবর দানোৎসবের কর্মসূচীর মধ্যে রয়েছে চীবর দান, অষ্ট বংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা, ভিক্ষু সংঘের পিন্ড দান, কঠিন চিবর দান উৎসর্গ, প্রদীপ পূজা, আকাশ বাতি উড়ানো, ধর্মীয় আলোচনা সভা।

ভদন্ত চাইন্দাসারা মহাস্থবির সভাপতিত্বে ধর্মীয় দেশনা কালে উপস্থিত ছিলেন, মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর বিহারাধ্যক্ষ সুমনা মহাস্থবির, শোভনা মহাস্থবির, শাসনা মহাস্থবির, অগ্রবংশ মহাস্থবির, ক্ষেমাসারা মহাস্থবির, অবাসা মহাস্থবির, ইন্ধাগা মহাস্থবির, পঞঞ্যাঁতেজা মহাস্থবির অনুত্তর ভিক্ষুসংঘ। বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনায় ধর্মীয় দেশনা প্রদান করেন লেমুছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উইনা ভিক্ষু। ধর্মীয় দেশনা শেষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা ও নীয় আওয়ামীলীগের নেতা অংসাথোয়াই মারমা সহ এলাকার শত শত ধর্মপ্রাণ নারী পুরুষ।

সন্ধ্যায় চুলামণি উদ্দেশ্যে ফানুস উত্তোলন ও ধর্মীয় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন