মহালছড়ি জোনের মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির জেলার মহালছড়ি জোনের মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। সোমবার (২৩ অক্টোবর) মহালছড়ি জোনের দায়িত্বে থাকা মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি, পিএসসি।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোস্তাক আহাম্মেদ পিএসসি এর সভাপত্ত্বিতে এতে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মুজাহিদুল ইসলাম, মহালছড়ি জোনের জোন উপ-অধিনায়ক মেজর মন্জুর এলাহী পিএসসি, ৬ আর্ম পুলিশের উপ-অধিনায়ক শাহে নেওয়াজ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথুই কার্বারী, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনর্চাজ মো. জোবায়ের চৌধুরীর, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় গন্যমাধ্যম ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই ক্যাপ্টেন রাহায়ন ফেদৌস এর সঞ্চলনায় মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর জন্মলগ্ন থেকে বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন।

প্রধানঅতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্রগ্রামে বাংলাদেশ নিরাপত্তাবাহিনী নিরলস ভাবে কাজ করছে অত্র এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ন সহবস্থান নিরচিত করতে। এসময় নিরাপত্তাবাহিনীর প্রতেক সদস্যকে নিজের সর্বস্ব দিয়ে দেশের কল্যানে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পরে  মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর সকল সদস্য, অফিসার এবং আমন্ত্রিত অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন