মহালছড়ি মিলনপুর বন বিহারে পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

Milonpur news picture

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে শ্রীমৎ প্রজ্ঞারত্ন স্থবির মিলনপুর অরণ্য কুঠিরে দীর্ঘ ৪ বছর যাবত কঠোর সাধনার পর লোকালয়ে শুভাগমন উপলক্ষে মিলনপুর বন বিহারে করল্যাছড়ি এলাকাবাসীর আয়োজনে এক পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার মিলনপুর বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ তিলক দ্বীপ স্থবির এর সভাপতিত্বে এ ধর্মীয় পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূণ্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, পঞ্চশীল গ্রহন, ধর্মীয় দেশনা ও নানাবিধ দান করা হয়। এ অনুষ্ঠানে এলাকার শত শত দায়ক দায়িকা অংশ গ্রহণ করেণ। ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ধর্মীয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মিলনপুর বন বিহারের উপদেষ্ঠা কমিটির সদস্য দেবব্রত চাকমা ও নীল রঞ্জন চাকমা প্রমূখ।

ধর্মীয় দেশনা কালে শ্রীমৎ সুমনা তিষ্য স্থবির ও শ্রীমৎ প্রজ্ঞারত্ন স্থবির বলেন, জগতের সকল প্রাণী রোগ-শোক, ভয়-ভীতি, বিপদ-আপদসহ সকল প্রকার বাঁধা বিপত্তি থেকে মুক্তির জন্য কুশল কর্ম সম্পাদন করতে সকলের প্রতি আহবান জানান এবং বিশ্ব শান্তি কামনার্থে সমবেত প্রার্থনা করেণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন