মাটিরাঙ্গায় টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক

 

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

মাটিরাঙ্গায় ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটক ব্যাক্তিরা হলো মাটিরাঙ্গার মাতাব্বর পাড়ার আনসার ভিডিপি‘র কর্মকর্তা আবু কাউছারের ছেলে মো: কামরুল ইসলাম (২২) ও মুসলিম পাড়ার মো: জসিম উদ্দিনের ছেলে মো: ফারুক হোসেন (২০)। আটক ব্যাক্তিরা মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের কর্মী বলে স্থানীয় ভাবে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মাটিরাঙ্গা বাজারের ব্যাবসায়ী মো: আবদুল হালিম শনিবার হাটবারে রাতে দোকান বন্ধ করে সারা দিনের বিক্রিত নগদ ৬৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাড়িতে যাবার পথে মাটিরাঙ্গার মাতাব্বর পাড়া এলাকায় পৌঁছলে মুখোশ পরিহিত ৫ যুবক তার পথ আগলে ধরে। এসময় তারা তার হাতে থাকা ব্যাগভর্তি টাকা ছিনতাই করে। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন এ দুই যুবককে আটক করে। পরে তারা আটক ব্যাক্তিদের মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জ্ঞিাসাবাদের পর ঘটনার সাথে তাদের জড়িতদের কথা স্বীকার করেছে বলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন। অন্যান্যদের গ্রেফতারে চেষ্ঠা করছে বলেও জানান তিনি। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাটিরাঙ্গা থানা সুত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন