মাটিরাঙ্গায় রঙে রঙে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রঙে রঙে বর্ষবরণ করেছে উৎসব প্রিয় জনগণ। বাংলা নববর্ষকে বরণ উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বর্ণিল পোশাকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিট ও সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।

শনিবার (১৪ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চাকমা, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘুরে পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। মঙল শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বৈশাখী সমাবেশে বক্তব্য রাখেন।

বৈশাখীর ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে শান্তি ও সম্প্রীতিকে সুদৃঢ় করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ উৎসবের রঙ ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে। ধনী-দরিদ্র সকলকে এক কাতারে এনে দাড় করিয়েছে বৈশাখী উৎসব।

এদিকে মঙল শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আদলে ‘বলি খেলা’। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে বলি খেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বলি খেলায় চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সব প্রতিযোগীকে পরাস্ত করে মনোবিকাশ ত্রিপুরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে মো. ইসমাইল হোসেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গার বিদায়ী ইউএনও মশিউর রহমান’র চালু করা বলি খেলার পরিসর আরও বাড়ানো কথা ঘোষণা করে বলেন, বলি খেলা আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন