মাদ্রাসা-খামার বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে সোমবার মানিকছড়িতে অবরোধ

অবরোধ

মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি:

মানিকছড়ির বক্রিপাড়া ও মনাধন পাড়া এলাকায় উপজাতি কর্তৃক একটি মাদ্রাসা ও খামার বাড়ী পুড়িয়ে দেয়ার প্রতিবাদে সোমবার(১০ আগস্ট) সকাল-সন্ধ্যা মানিকছড়ি উপজেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে বাঙালী ছাত্র পরিষদ।

রবিবার সন্ধ্যায় বাঙালী ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদ এস.এম.মাসুদ রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকছড়ির গচ্ছাবিল এলাকার পূর্ব পার্শ্বে বক্রিপাড়া, মনাধপাড়াসহ বেশ কিছু এলাকায় গুচ্ছগ্রামে বসবাসরত বাঙাবলীদের পরিত্যক্ত ভূমি জবরদখলে নেমেছে উপজাতিরা। এর অংশ হিসেবে গত ৫ আগস্ট বুধবার ওই এলাকাস্থ উত্তর হাফছড়িতে একটি এবতেদায়ী মাদ্রাসা ও জনৈক পঙ্গু আবদুস ছালামের খামার বাড়ীতে আগুন দেয় উপজাতি দুর্বৃত্তরা। প্রশাসন ওইসব সন্ত্রাসীদের গ্রেফতার না করার প্রতিবাদে কাল সোমবার সকাল-সন্ধ্যা (৬-৬) উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচী ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে থানার ও.সি মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশকে কেউ কোন কর্মসূচী সর্ম্পকে অবহিত করেনি। এছাড়া ঘরটি গুইমারা থানা ও রামগড় উপজেলার অধিনে। এলাকার আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সর্তক রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন