মানিকছড়িতে চোলাইমদ ও সিএনজিসহ দুই মাদকব্যবসায়ী আটক

fec-image

খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় চোলাইমদ ও সিএনজিসহ দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার উপজেলার জামতলা বাজারস্থ মদিনা বিরানী হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, সিন্দুকছগির ডানুপ্রু মারমা রেশমি (২৭) ও মানিকছড়ির আবদুল সাত্তারের ছেলে মো. মোক্তার হোসেন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পুলিশ। পরে মানিকছড়ি থানাধীন ১নং মানিকছড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামতলা বাজারস্থ মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫১ লিটার অবৈধ দেশীয় চোলাইমদ পাওয়া যায়। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

এ ব্যাপারে মানিকছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আনচারুল করিম জানান, আসামিদের আটককের পর থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, মানিকছড়ি, সিএনজি জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন