মানিকছড়িতে নির্ধারিত সময়ের পর দোকান খোলা: জরিমানা ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

fec-image

খাগড়াছড়ির মানিকছড়িতে রাত নির্ধারিত সময়ের পর দোকান-পাট খোলা রাখায় জরিমানা আদায় ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশব্যাপি জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। এতে রাত ৮টার পর জরুরি প্রয়োজনী প্রতিষ্ঠান (ঔষধের দোকান, চা-দোকান) ব্যতিত সকল দোকান-পাট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করলেও অনেকে বিষয়টি এড়িয়ে গিয়ে রাত ৯ থেকে ১০ টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার খবর পেয়ে ২২ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ও ২ প্রতিষ্ঠানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন। এ সময় আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, দোকান খোলা, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন