মানিকছড়িতে স্কুল শিক্ষক হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গায় শিক্ষক সমিতির মানব বন্ধন

০৮০১

মাটিরাঙ্গা সংবাদদাতা :

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় উপজাতীয় স্বশস্ত্র সন্ত্রাসী কর্তৃক মানিকছড়ি কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি চিংসা মং চৌধুরী’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মাটিরাঙ্গায় মানববন্ধন করেছে মাটিরাঙ্গা উপজেলা শিক্ষক সমিতি।

সোমবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মাটিরাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির‘র আহবায়ক ও মাটিরাঙ্গা পাইলট হাই স্কুল‘র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমরাফ উদ্দিন খেন্দকার‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌর আ.লীগের যুগ্মসম্পাদক মো: আলাউদ্দিন লিটন প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা মানিকছড়ি কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসা মং চৌধুরীকে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে একজন মেধাবী শিক্ষকের প্রাণ চলে গেছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মানিকছড়ি বাজারস্থ নিজ বাসায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মানিকছড়ি কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী। এসময় চুক্তির পক্ষের জনসংহতি সমিতির মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মংসাথোয়াই চৌধুরী জাপান বাবুও গুলিবিদ্ধ হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন