রাঙামাটিতে ৫ দিনব্যাপী বৈসাবি মেলা শুরু

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে ৫ দিনব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, মেলা শুরু হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে কাজ করছে। এ মেলার মূল উদ্দেশ্যে হলো- নিজেদের সংস্কৃতিকে ভালবাসা, নিজের ভাষাকে ভালবাসা।

এমপি আরও বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এ এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখতে আমাদের এক সাথে কাজ করতে হবে।

এদিকে বৈসাবি উপলক্ষে ওইদিন বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। বিভিন্ন পাহাড়ি নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে শোভযাত্রায় অংশ নেয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভযাত্রাটি রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনিস্টিটিউটের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ি জনগোষ্ঠির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এরপর জেলা পরিষদের চেয়ারম্যান অংস্ইু প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান পিএসসি, রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গাজী শহিদুল্লাহ পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি এবং অন্যান্যরাও বক্তব্য রাখেন।

মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি স্টল বসেছে। ৫ দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদশর্নী, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের আয়োজন রয়েছে। আগামী ৭ এপ্রিল মেলার পরিসমাপ্তি হবে।

উল্লেখ্য, বাংলা বছরের বিদায়ে চৈত্র সংক্রান্তিতে আগামী ১২ এপ্রিল পাহাড়ি জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি শুরু হবে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বৈসাবি, মেলা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন